কলকাতা:অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটল টলিপাড়ার। আগামিকাল বুধবার থেকেই স্টুডিওতে (Film Industry Tollygunge Studio-Para) স্বাভাবিক কাজকর্ম শুরু হবে বলে বিভিন্ন মহল আশাবাদী। সূত্রের খবর, ঠিক হয়েছে, রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনাতেই এসভিএফের পুজোর ছবির কাজ হবে। ফেডারেশনের যে সব নিয়ম নিয়ে পরিচালকদের আপত্তি, সে ব্যাপারে মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি রিভিউ কমিটি হবে। মুখ্যমন্ত্রী পরিচালকদের ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংসদ অভিনেতা দেব এক্স হ্যান্ডেলে মমতাকে ধন্যবাদ জানিয়ে লেখেন, আশা করছি, সন্ধ্যার মধ্যেই সব সমস্যার সমাধান হবে। এক্স হ্যান্ডেলে আশার কথা লেখেন প্রসেনজিতও।
মঙ্গলবারও স্টুডিওপাড়া ছিল শুনশান। কোনও স্টুডিওতে কাজ হয়নি। এই জট কাটাতেই মঙ্গলবার দুপুরে প্রসেনজিৎ (Prasenjit Chatterjee)-দেব (Dev)-গৌতম ঘোষ (Gautam Ghosh)গিয়েছিলেন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। মমতার সঙ্গে ঘণ্টাখানেক বৈঠকও করেন তাঁরা।
আরও পড়ুন: মঙ্গলবারও স্তব্ধ টলিপাড়া, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দাবি পরিচালকদের
বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তোলা এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেব লেখেন, ধন্যবাদ দিদি। আশা করছি, আগামিকাল বুধবার থেকেই শুরু হবে শুটিং। টেকনিশিয়ান, প্রযোজক থেকে সিনেমার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ।
মঙ্গলবারও সকাল থেকে দিনভর স্টুডিওপাড়ায় বন্ধ ছিল সিনেমা সহ সমস্ত ধারাবাহিকের কাজ। ফেডারেশন-পরিচালক, দুপক্ষই ছিল অনড়। বিকেলে নবান্নে যায় পরিচালকদের একটি দল। মুখ্যমন্ত্রী পুরো পরিস্থিতি খুঁটিয়ে জেনে নিয়েছেন তাঁদের কাছ থেকে। এই বৈঠকে ছিলেন অরূপ বিশ্বাসও। সেই বৈঠকেই জট কাটে। মুখ্যমন্ত্রী পরিচালকদের জানিয়ে দেন, কর্মবিরতি চলবে না।
Thanku didi @MamataOfficial
Hopefully everything will be resolved by evening
N will resume shooting from tomorrowThanks to all the Technicians ,producers, directors n all the stakeholders pic.twitter.com/Su6HqPBbzG
— Dev (@idevadhikari) July 30, 2024
অন্য খবর দেখুন