কলকাতা: তাদের শেষ দেখা গিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের অযোগ্যতে। টলিউডের অন্যতম সেরা জুটির প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) ঋতুপর্ণা (Rituparna Sengupta) । নয়ের দশকের একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছে তাদের জুটি। তাদের জুটিকে ফের পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনুগামীরা। এবার তাঁদের জন্য রয়েছে দারুণ সুখবর। ফের একই সঙ্গে ক্যামেরার সামনে দেখা যাবে জুটিকে। ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির ম্যাজিকই আলাদা। তাদের জুটি বারবার দর্শকদের আনন্দ দিয়েছে। তারা যখনই একসঙ্গে পর্দায় এলেন বাজিমাত করেন।
আরও পড়ুন: নতুন শো নিয়ে আসছেন করণ জোহর
টলিপাড়ার অন্দরের খবর,অযোগ্যর পর এই জুটি নাকি ফের একসঙ্গে কাজ করতে চলেছেন! তবে কোনও সিনেমা নয়। বরং এক রান্নার তেলের বিজ্ঞাপনে দেখা যাবে ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে। এবার একসঙ্গে মিলে ইলিশ, চিংড়ি রাঁধবেন। টেকনিশিয়ানস স্টুডিওতে এই শুটের জন্য ইতিমধ্যেই সেট তৈরি শুরু। আগামী বৃহস্পতিবারই ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে নিয়ে শুট হবে। খবর রয়েছে, এই বিজ্ঞাপনের নেপথ্যে রয়েছেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। উৎসবের দিনগুলির জন্য এই বিশেষ বিজ্ঞাপনটি তৈরি হচ্ছে। তবে এখনই এই শুটিং নিয়ে তাঁরা মুখ খুলতে নারাজ।
অন্য খবর দেখুন