কলকাতা: আরজি কর কাণ্ডের (R G Kar Incident) প্রতিবাদে বুধবার স্বাস্থ্যভবন (Swasthya Bhawan) অভিযানের ডাক দিয়ে আন্দোলনরত চিকিৎসকরা (R G Kar Protest) পথে নামল। জুনিয়র চিকিৎসকদের মিছিল পা মেলালেন সিনিয়র চিকিৎসকেরাও। আন্দোলনকারীরা স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে দেখা করবেন। তাঁদের হাতে ডেপুটেশন জমা দেবেন। সিবিআইয়ের উপর চাপ বাড়িয়ে এদিন সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয় জুনিয়র চিকিৎসকদের মিছিল। আন্দোলনকারীদের দাবি, নতুন অধ্যক্ষর খোঁজ নেই। তিনি স্বাস্থ্য ভবন থেকে কাজ চালাচ্ছেন। নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে অধ্যক্ষের সঙ্গে দেখা করা যাচ্ছে না। এই অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তাররা।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ৩টি মামলা দায়ের হাইকোর্টে
মঙ্গলবার সুপ্রিম কোর্ট হাসপাতালের নিরাপত্তার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে। দ্রুত কাজে ফেরার জন্য চিকিৎসকদের কাছে আর্জি জানিয়েছে শীর্ষ আদালত। কিন্তু, তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনরত ডাক্তাররা। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলি পূর্ণ হচ্ছে, এই ঘটনার সঙ্গে যতজন যুক্ত তাদের শাস্তি না হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন। আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন কোনওভাবেই অবস্থান থেকে পিছু হটছেন না তাঁরা। এরপর বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়ে পথে নামল ডাক্তাররা। ‘বিচার চাই’! ডাক দিয়েছে আরজি কর। এই স্লোগান তুলে চিকিৎসকদের মিছিল (Doctors Protest Rally ) এগোচ্ছে স্বাস্থ্যভবনে যায়। স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসে আন্দোলনকারী চিকিৎসকেরা। প্রতিনিধি দল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছেই ডেপুটেশন জমা দেন বলে খবর।
দেখুন ভিডিও