কলকাতা: ফের বিক্ষোভ বাংলাদেশে (Bangladesh)। এবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির (Chief Justice) পদত্যাগের (Resignation) দাবিতে আন্দোলনে নামলেন ছাত্রছাত্রী ও অন্যান্য আন্দোলনকারীরা। শনিবার সুপ্রিম কোর্টে জমায়েত করে প্রধান বিচারপতি সহ সাত বিচারপতিদের অবিলম্বের পদত্যাগের দাবি তুললেন তাঁরা। অন্তর্বর্তী সরকারকে না জানিয়ে এদিন ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। তাতে বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। পরে বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রধান বিচারপতি ওবায়দুল কাদের পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এদিন সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে প্রশাসনিক অচলাবস্থা দেখা দেয়। বিক্ষোভ দমাতে পুলিশের গুলিতে আন্দোলনকারীদের অনেকের মৃত্যুতে আন্দোলনের মাত্রা বেড়ে যায়। শেষমেষ প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে বিক্ষোভের জেরে দেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেনার হাতে চলে যায় বাংলাদেশ। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মতো মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার বিক্ষোভ সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির অপসারণ চেয়ে।
আরও পড়ুন: পাকিস্তান সরকার আর দুমাস, বার্তা ইমরান খানের
আরও খবর দেখুন