কলকাতা: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে বিচার চেয়ে রবিবার বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ (Protest)। আমেরিকা, ব্রিটেনে হবে মানব বন্ধন। প্রতিবাদ শুধু উত্তর আমেরিকা,ইউরোপের দেশগুলিতেই সীমাবদ্ধ থাকছে না। প্রতিবাদ হবে ব্রাজিলের সাওপাওলো, জাপানের টোকিয়ো, তাইওয়ানের তাইপেই, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিঙ্গাপুর শহরেও।
গোটা বিশ্বকে মিলিয়ে দিল আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা। সেখানে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে বিশ্বের নানা প্রান্তে পথে নামছে মানুষ। রবিবার আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী সহ একাধিক শহরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। কোনও কোনও জায়গায় মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। মূলত বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসী বাঙালিরাই এই নাগরিক প্রতিবাদের ডাক দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: প্রধান শিক্ষকের মর্যাদা রক্ষিত হাইকোর্টে
আরও খবর দেখুন