কলকাতা: এই মুহূর্তে আরজি কর (RG Kar Hospital) কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আরজি কর কাণ্ডের পর ভিডিওতে অভীক দে নামে যিনি লাল জামা পড়েছিলেন, পুলিশের তরফে দাবি করা হয় তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। আইএমএ পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে এবার পাল্টা দাবি করা হচ্ছে, ইনি পিজির ডাক্তার। তাহলে এখানে তিনি কী করে এলেন? সেই প্রশ্নগুলি যখন ঘুরপাক খেতে শুরু করেছে তখন কাঠগড়ায় ওই ডাক্তার অভীক দে।
ফেল করানো, হস্টেল ছাড়া করার অভিযোগের সঙ্গে সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আরজি কর নিয়ে ডাক্তারের আন্দোলনকে দমানোর চেষ্টার অভিযোগ উঠছে এই অভীক দের বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ডাক্তার অভীক দেকে কাঠগড়ায় তুলে বিক্ষোভ দেখালেন তাঁরা। তাঁর কুশুত্তলিকা তৈরি করে তাতে ঘুঁটের মালা পরানো হয়। সেখানে থ্রেট কালচার চলবে না বলে আন্দোলন শুরু হয়। আরজি কর কাণ্ডে অভয়ার বিচারের দাবিতে করা জুনিয়র ডাক্তারদের আন্দোলন দমানোর চেষ্টা করছেন তিনি। এমনই অভিযোগ ওই ডাক্তারদের।
আরও পড়ুন: মদ্যপ অবস্থায় ডাক্তার, নার্সদের দরজায় লাথি নিরাপত্তারক্ষীদের
আরও খবর দেখুন