কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Incident) প্রতিবাদে পথে নামলেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Gangopadhyay)। বুধবার বিকেলে দীক্ষামঞ্জুরী থেকে ছাত্রীদের নিয়ে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করেন ডোনা। আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ও দোষীদের শাস্তির দাবিও তুললেন ডোনা। পদযাত্রায় না থাকলেও মিছিল পরে সকলের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হন সৌরভও।
আরও পড়ুন: আরজি করে বিরাট রদবদল, অপসারিত ৪ শীর্ষ কর্তা
আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঝড় উঠছে রাজ্যের কোনায় কোনায়। ডাক্তারদের কর্মবিরতি থেকে মহিলাদের রাত দখল কর্মসূচী চলছে রাজ্যে। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন সেলেব থেকে আমজনতা সকলেই। সেই প্রতিবাদে শামিল হলেন ডোনা গঙ্গোপাধ্যায়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই পথে নামেন ডোনা সহ দীক্ষামঞ্জুরীর ছাত্রছাত্রীরা। সঙ্গে ছিলেন তাঁর কন্যা সানাও। প্রতিবাদ মিছিলে ডোনা, সানা সহ সকলে কালো পোশাক পরেছিলেন। পদযাত্রা থেকে আরজি কর-কাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের শাস্তির দাবিও তুললেন তাঁরা। ডোনা বলেন, ‘‘আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে। আমাদের নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে। সানা বলেন, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে বিচারের দাবিতে। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।
#WATCH | Kolkata, West Bengal: On RG Kar Medical College & Hospital rape-murder case, Sana Ganguly, daughter of former Team India Captain Sourav Ganguly; says, “We want justice, this has to stop. Every day we hear about some rape case and we feel bad that this is happening even… pic.twitter.com/Em4C3wO4tW
— ANI (@ANI) August 21, 2024
অন্য খবর দেখুন