চণ্ডীগড়: অবসরপ্রাপ্ত ও মৃত বিচারকের (Retired and deceased judges) স্ত্রীকে পেনশন না দেওয়ায় নিজ প্রশাসন ও রাজ্যকে জরিমানা পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের (Punjab and Haryana High Court)।
বকেয়া রেগুলার পেনশন ও ফ্যামিলি পেনশনের উপর উইডো ইন্টারেস্ট দিতে রাজ্যকে নির্দেশ। সেই সঙ্গে গ্র্যাচুইটির উপরেও সুদ মেটানোর নির্দেশ।
২০২১ সালের মৃত বিচারকের স্ত্রীকে এখনও পেনশন ও অন্যান্য অবসরকালীন পাওনা না মেটানোয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের চূড়ান্ত বিরক্তি প্রকাশ।
আরও পড়ুন: আগামী নির্বাচনে ‘সংখ্যালঘু’দের ব্রাত্য রেখেই ময়দানে ঝাঁপাবে রাজ্য বিজেপি! বিতর্ক
সূত্রে রাজ্যের পাশাপাশি হাইকোর্ট প্রশাসনকেও ২৫ হাজার টাকা জরিমানা। ৬০ দিনের মধ্যে ওই টাকা মেটাতে হবে। না হলে ওই অর্থ আদায় করার জন্য আদালত নির্দেশ দেবে। জানিয়েছেন প্রধান বিচারপতি শীল নাগু ও বিচারপতি সুধীর সিং। কারণ এটা তাঁদের সাংবিধানিক অধিকার।
বেঞ্চ আরও বলেছে, ২০১৮ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিচারক এবং তার বিধবা স্ত্রীকে পেনশন না দেওয়া আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞাও ছিল।
সিভিল জজ (সিনিয়র ডিভিশন)-কাম-অতিরিক্ত প্রধান ম্যাজিস্ট্রেট গুরনাম সিং সেবকের স্ত্রী প্রীতম কৌরের দায়ের করা একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। অবসরপ্রাপ্ত প্রয়াত বিচারকের সেবক ১৯৯৯ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেছিলেন।
সেবক ১৯৬৪ সালে পাঞ্জাব অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে আপার ডিভিশন ক্লার্ক হিসেবে তার কর্মজীবন শুরু করেন কিন্তু ১৯৭৩ সালে পাঞ্জাব সিভিল সার্ভিসেস (জুডিশিয়াল) পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৯৬ সালে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন করেছিলেন কিন্তু তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের কারণে তা প্রত্যাখ্যান করা হয়েছিল। তদন্তের বিচারাধীন থাকাকালীন তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল।
১৯৯৯ সালে অবসর গ্রহণের পর, সেবককে ২০০১ সালে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে, ২০১৮ সালে হাইকোর্ট তার বিরুদ্ধে চার্জশিটের ভিত্তিতে আইন অনুসারে তার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দেয়। সেবকের পক্ষে বিচারিক আদেশের বিরুদ্ধে হাইকোর্টের আপিল ২০১৯ সালে সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়।
তদন্ত এবং সংশ্লিষ্ট মামলার বিচারাধীনতার কারণে, তাকে পেনশনের সুবিধা প্রদান করা হয়নি। সেবক ২০২১ সালে মারা যান। তবে তার বিরুদ্ধে তদন্ত মুলতুবি ছিল। ২০২২ সালে, কৌর তার পেনশন এবং বকেয়া পেনশন মুক্তির জন্য একটি রিট পিটিশন নিয়ে আদালতের দ্বারস্থ হন।
দেখুন অন্য খবর: