ওয়েবডেস্ক: সিনিয়র মহিলা কনস্টেবল। ইউনিফর্ম পরেই সোশ্যাল মিডিয়ায় রিলস ছড়িয়ে ঝড় তুলতেন। ইনস্টাগ্রামে যাঁর ফলোয়ারের সংখ্যা ৩৭ হাজার। ১৭.৭১ গ্রাম হেরোইন সহ ধরা পড়েন তিনি। ওই মহিলা কনস্টেবল আমনদ্বীপ কউরকে (Amandweep Kaur) চাকরি থেকে বরখাস্ত করল পঞ্জাব পুলিস (Punjab Police)। পঞ্জাব সরকার মাদক (Drug) দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তারই মধ্যে খোদ পুলিস কর্মী মাদক পাচারের দায়ে ধরা পড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
ডিএসপি হরবনস সিং ধালিওয়াল বলেন, যৌথ অভিযানে বাদল ফ্লাইওভারের কাছে একটি জায়গা আমরা ঘিরে ফেলি। আমরা একটি সন্দেহজনক গাড়িকে আটক করি। ওই গাড়ির ড্রাইভার ছিলেন আমনদ্বীপ। তাঁর সঙ্গে যশোবন্ত সিং নামে একজন ছিলেন। গাড়ি তল্লাশি করে ১৭.৭১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ওয়াকফ বিলকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে কংগ্রেস
ওই পুলিশ কর্মী সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। প্রায়ই রিল পোস্ট করেন। ইউনিফর্ম পরেই রিলস করতে দেখা যায় তাঁকে। ওই পুলিশকর্মীকে সিধু মুসেওয়ালার গানের ভিডিও প্রকাশ করতে দেখা যায়। ওই পুলিসকর্মীর বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কোথা থেকে মাদক দ্রব্য নিয়ে আসছিলেন। কোথায় নিয়ে যাচ্ছিলেন। খতিয়ে দেখছে পুলিস।
দেখুন অন্য খবর: