কলকাতা: ব্যোমকেশ, ফেলুদা, মিতিন মাসির পাশাপাশি আরও এক গোয়েন্দা বাঙালির মনে জায়গা করে নিয়েছে। একেন্দ্র সেন ওরফে একেন বাবু (Eken Babu)। এই চরিত্র অবলম্বনে একাধিক ওয়েব সিরিজ তৈরি হয়েছে। ফের একবার একেনবাবু ওয়েব সিরিজের নিয়ে পর্দায় আসছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarty)। এবার তাঁর অ্যাডভেঞ্চার পুরীতে। এই সিরিজে একেনবাবু এক খুনের রহস্য সমাধান করবেন। পুরীর রঙিন পটভূমিতে খাদ্যপ্রেমী গোয়েন্দা একেন বাবু তার সঙ্গী বাপি ও প্রমথে পাড়ি দেয় এক ভয়ঙ্কর কেস সমাধানে। কিন্তু কী হয় যখন এক কথাকলি নৃত্যশিল্পীকে হুমকিমূলক ফোনকল আসে…কে হুমকি দিল, রহস্য সমাধান করবেন একেনবাবু। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এবারের একেন আরও মজাদার রহস্য আরও জটিল।
অন্য খবর দেখুন