কলকাতা: আল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মান্দান্নার (Rashmika Mandanna) ফিল্ম পুষ্পা 2 (Pushpa 2 ): দ্য রুল বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল।’ মুক্তির প্রথম দিন থেকেই ঝোড়ো ব্যাটিং করছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার ছবি। গত ৫ দিন ধরে ছবিটির বক্স অফিস কালেকশন ব্যাপক সংগ্রহ করছে।
আরও পড়ুন: শ্রেয়ার গলায় ‘উইঙ্কল টুইঙ্কল’ এর নয়া গান
৫ ডিসেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল। আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল অভিনীত ছবিটি দারুণ ব্যবসা ধরে রাখতে সক্ষম। গত ৫ দিন ধরে ছবিটির বক্স অফিস কালেকশন ব্যাপক সংগ্রহ করছে। ভারত সহ গোটা বিশ্বে ‘পুষ্পা ২’-র আয়ের গ্রাফ লাফিয়ে বাড়ছে। সপ্তাহের প্রথম দিন, এই ছবির তেলেগু সংস্করণ ১৪ কোটি আয় করেছে। যদিও সর্বোচ্চ সংগ্রহ হয়েছে হিন্দিতে। উত্তর ভারতে এই ছবি নিয়ে মানুষের এমন উন্মাদনা দেখে আল্লু অর্জুনের ভক্তদের সংখ্যা অনুমান করা যায়। ভারতে ইতিমধ্যে ৬০০ কোটি আয় করেছে। শুধু হিন্দিতেই আয় হয়েছে ৩৩১ কোটি টাকা। তেলুগু সংস্করণ ১১ কোটি আয় করেছে। তামিল সংস্করণটি 2.5 কোটি আয় করেছে, কন্নড় 0.4 কোটি আয় করেছে, মালয়ালমও মঙ্গলবার মাত্র 0.5 কোটি টাকা ব্যবসা করেছে। অন্যদিকে বিশ্বব্যাপী প্রায় ৯০০ কোটি আয় করেছে। ১০০০ কোটির মাইলফলক দ্রুততম ছুঁয়ে ফেলবে পুষ্পা। ‘পুষ্পা ২’- উন্মাদনা যে সর্বত্র, তা আর বলতে বাকি রাখে না। ছবির অ্যাকশন, গান ও অভিনেতাদের অভিনয় দারুণ মন জয় করেছেন দর্শকের। আল্লু এবং তাঁর গোটা টিম ছবিটির সাফল্যের জন্য অনুগামীদের ধন্যবাদ জানিয়েছেন।
View this post on Instagram
অন্য খবর দেখুন