কলকাতা: গতকাল খবরের শিরোনামে উঠে আসে কাজাখস্তানে ভেঙে পড়ে বিমান। কিন্তু সেই বিমান দুর্ঘটনা নিয়ে এবার বাড়ছে রহস্য। প্রশ্ন উঠছে, রাশিয়ার হামলার মুখে কি পড়েছিল আজারবাইজান এয়ারলাইন্সের বিমান? সন্দেহ দেখা দিয়েছে অনেকের মনে। তবে অনেকের আবার সাফ দাবি, কোনও নাশকতার ছক নেই। তবে রাশিয়ান মিসাইল হামলায় ভেঙে পড়েছে ওই বিমানটি, তবে এই দাবির কোন প্রমাণ এখনও মেলেনি।
উল্লেখ্য, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এখনও চলছে। যার জেরে অনেকেরই মনে হওয়া, আজারবাইজান এয়ারলাইন্সের ওই বিমানকে দূর থেকে ড্রোন ভেবে তাতে মিসাইল ছুড়েছে রাশিয়া। যার জেরে কাজাখস্তানে ভেঙে পরে বিমান।
আরও পড়ুন : গোয়ার বিপর্যয় ভুলে আজ বাগানের লক্ষ্য পঞ্জাব জয়
ইতিমধ্যেই আজারবাইজান প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে কাজাখস্তান প্রশাসনও আলাদাভাবে ঘটনার তদন্ত করছে। তবে রাশিয়াকে নিয়ে জল্পনা চললেও রাশিয়া এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি।
এই বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। মাঝপথে বিমানটি ক্রমশ নীচের দিকে নামতে শুরু করছিল এবং তাতে আগুন লেগে যায়। প্রাথমিক ধারণা, কুয়াশার কারণে হয়তো পাইলট দিকভ্রষ্ট হয়েছিলেন। যার ফলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে অনেকে এও মনে করেছেন পাখির ঝাঁকের সঙ্গে কোনওভাবে ধাক্কা লেগেছিল বিমানটির। তাতেই কোনও যান্ত্রিক ত্রুটি তৈরি হয়। এছাড়া বিমানের ইঞ্জিনেও কোনও সমস্যা থাকতে পারে যা এড়িয়ে যাওয়া হয়েছিল।
দেখুন অন্য খবর