কলকাতা: আরজি করের (RG Kar Incident) বিচার চেয়ে ফের ‘রাত দখল’। বুধবার সন্ধ্যা থেকে পথে নেমেছেন সাধারণ মানুষ। কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে। দোষীদের শাস্তি চেয়ে শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় জমায়েতে স্লোগান উঠল। এদিন রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আলো নিভিয়ে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরাও। শুধু তা-ই নয়, দিকে দিকে মানববন্ধন এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের জানাচ্ছে আমজনতা। পাশাপাশি বিচারের দাবিতে মিছিল করে নিউটাউনে বিশ্ব বাংলা গেটে জমায়েত করেছেন তথ্য প্রযুক্তি কর্মীরা। অ্যাকাডেমির সামনেও প্রতিবাদীরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। শুধু কলকাতা নয়, শহর ছাড়িয়ে আন্দোলনের আঁচ রাজধানীর বুকে। দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদের।
আরজি করের প্রতিবাদের গোটা রাজ্য আজ পথে নেমেছে।বুধবার সন্ধ্যা থেকেই পথে নেমেছেন রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ। সকলের মুখে একটাই স্লোগান বিচার চাই। কেউ ছবি আঁকছেন তো, কেউ প্ল্যাকার্ড হাতে, কারও হাতে মোমবাতি। কলকাতার রাজপথে অলিগলিতে একে একে নিভে আলো। রাজ্যপাল রাজভবনের আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে প্রতিবাদে সামিল হয়েছেন। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে জেলাতেও। মেদিনীপুর থেকে ডায়মন্ড হারবার, শান্তিপুর থেকে শান্তিনিকেতন প্রতিবাদ রাত জাগছে জেলাবাসী।
দেখুন ভিডিও