কলকাতা: মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে বুধবার সিবিআই (CBI) আরজি কর (R G Kar Protest) হাসপাতালে যায়। এদিন ১২ জনের সদস্যদল হাসপাতালে যায়। তাদের সঙ্গে রয়েছে সিএফএসএল-এর বিশেষজ্ঞরা। রয়েছেন টালা থানার আধিকারিকরা। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করবে। সেমিনার হল খতিয়ে দেখে সিবিআই। মঙ্গলবার প্রথম শুনানিতেই, মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্ত, কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তদন্তের ভার নিয়েই বুধবার সকাল আরজি করে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে বুধবারই দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআইয়ের বিশেষ দল। দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিন অভিযুক্ত সঞ্জয় রায়কে পুলিশ সিবিআিয়ের হাতে তুলে দেয়। সেই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হস সাক্ষীদের বয়ান সংক্রান্ত নথি। মঙ্গলবারই কেস ডায়েরি-সহ মামলার নথি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। কমান্ড হাসপাতালেও হল না আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষা। কমান্ড হাসপাতালে কী কারণে তাঁর শারীরিক পরীক্ষা হয়নি, তা স্পষ্ট নয়। শেষে বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: রাত দখলের কর্মসূচিতে অতিরিক্ত মেট্রো পরিষেবা
সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্ট দেখে চিকিৎসক ও মৃতার পরিবারের দাবি এই ঘটনার সঙ্গে শুধু সঞ্জয় ছাড়া আরও অনেকে যুক্ত রয়েছে। এই ঘটনায় আর কারা কারা যুক্ত, ঘটনার রাতে মৃত চিকিৎসকের সঙ্গে কার কার কথা হয়েছিল, কী কথা হয়েছিল। কারও সঙ্গে কি কথাকাটাকাটি হয়েছিল ? কেউ কি তাঁকে হুমকি দিয়েছিল?তা জানতে চেক করা হচ্ছে । নির্যাতিতার কল রেকর্ড ঘাঁটলে। দেখা হচ্ছে চ্যাট – হিস্ট্রি। সিবিআই এখন এই তথ্যগুলো হাতে পেলেই তদন্তে গতি আনতে পারবে বলে মনে করা হচ্ছে।
অন্য খবর দেখুন