কলকাতা: আরজি করের (R G Kar Incident) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার ও দোষীদের শাস্তি চেয়ে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এবার নিহত চিকিৎসকের স্মরণে আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তাররা (Junior Doctor Started Telemedicine) চালু করল ‘অভয়া ক্লিনিক’। ‘অভয়া ক্লিনিক’ (Abhaya Clinic)-এ প্রথম দিনেই ৫০০ জনের চিকিৎসা করা হয়েছে। শনিবার এ কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শনিবার থেকে আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তারা ‘টেলিমেডিসিন’ (Telemedicine in R G Kar) পরিষেবা দেন।
আরও পড়ুন: IMA মহাসচিব বাঙালি চিকিৎসক শর্বরী দত্ত
জুনিয়র চিকিৎসকরা বিনামূল্যে পরিষেবা দেবেন। কলকাতা শহরের বিভিন্ন মেডিক্যাল কলেজ এই কর্মসূচিতে অংশ নিয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কুমোরটুলিতে পরিষেবা দেবেন বলে জানিয়েছেন। কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা থাকবেন ধর্মতলায়। এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা থাকবেন নন্দনের পাশে রানুছায়া মঞ্চে। ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা থাকবেন হাসপাতলের 2 নম্বর গেটে। নীলরতন সরকারের হাসপাতালের ১ নম্বর গেটের কাছে পরিষেবা মিলবে। কেপিসি এবং ইএসআইয়ের জুনিয়র চিকিৎসকরা থাকবেন 8বি এবং ইয়েস আইলেন যা বেহালা ফ্রেন্ডস ক্লাবের সামনে।
অন্য খবর দেখুন