হুগলী: রাজনীতির আঙিনায় নবাগতা হয়েও বাজিমাত করলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। এক সময়ের সহকর্মীকে হারিয়ে হুগলির সাংসদ নির্বাচিত হন রচনা। ৭৬ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন রচনা। জয়ের পর মঙ্গলবার চুঁচুড়ার ওলাইচণ্ডীতলা মন্দিরে গিয়ে প্রণাম করেন হুগলির রচনা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মন্দিরে পুজো দেবার পাশাপাশি সবুজ মিষ্টি বিতরন করলেন মহিলারা। হুগলী লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয়লাভের পরে আজ সকালে আনন্দ উল্লাসে মাতলেন সিঙ্গুর ২নং আঞ্চলিক তৃণমূল মহিলা কংগ্ৰেস কর্মী বৃন্দরা।
আরও পড়ুন: মিনাখাঁয় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ
সিঙ্গুরের ডাকাত কালী মন্দির এ পুজো দিয়ে হুগলীতে প্রচার শুরু করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জয়লাভের পর তাই সিঙ্গুরের পুরুষোত্তমপুর এলাকায় ডাকাতকালী মন্দিরে পুজো দিলেন তৃনমূল মহিলা কংগ্ৰেস কর্মীরা। এই দিন সিঙ্গুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে উপস্থিত হন সিঙ্গুরের ডাকাত কালীমন্দিরে। এরপর লক্ষ্মীর ভান্ডার নিয়ে সবুজ আবিরে খেলেন সকলে। পাশাপাশি সবুজ মিষ্টি বিতরণ করা হয় দলের পক্ষ থেকে। সিঙ্গুর ২নং আঞ্চলিক তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ঝিলিক দাস জানান, সিঙ্গুরের মহিলারা এক সময়ে জমি আন্দোলন করেছিল। এবার তারা দলীয় প্রার্থীকে জিতিয়ে আবারো প্রমান করল তারা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর সঙ্গে আছে। লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কতটা শক্তিশালী করেছে এটা তার প্রমান।রচনা বললেন, সেলেব সাংসদরা কী কাজ করেন, এবার দেখুন। যাঁরা আমাকে নিয়ে মিম করেছিলেন তাঁদের ধন্যবাদ।
অন্য খবর দেখুন