কলকাতা: সামনে খোলা ল্যাপটপ, কোলে সদ্যজাতকে নিয়ে ছবি শেয়ার করলেন অভিনেত্রী। বিয়ের ১২ বছর পর মা হয়েছেন অভিনেত্রী। ছবি শেয়ার করেই মা হওয়ার খবর দিলেন রাধিকা আপ্তে (Radhika Apte)। গত অক্টোবরে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। যদিও পুত্র না কন্যা সন্তা সে কথা রাধিকা জানায়নি। তবে রাধিকার ছবি মন ভালো করে দিয়েছে সকলের। সকলেই ছবিতে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন:মা হলেন কোয়েল মল্লিক
View this post on Instagram
অন্তঃসত্ত্বার হওয়ার খবর আচমকাই জানতে পারেন রাধিকা। গত ১৭ অক্টোবর বেবিবাম্প নিয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী। যদিও ক্যাপশনে নিজের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সেই সময় কোনও কথা লেখেননি অভিনেত্রী। তবে গর্ভাবস্থার খবর গোপন রেখেছিলেন রাধিকা। এর আগে, রাধিকা ‘ই-টাইমস’ কে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, গর্ভাবস্থার বিষয়টি তিনি গোপন রাখতেই চেয়েছিলেন। সন্তান নেওয়ার কোনও পরিকল্পনা ছিল না বলেও জানান অভিনেত্রী। সন্তান জন্মের পরে সকলের সঙ্গে ভাগ করে নেন সুখবর। ছবিতে দেখা যায়, রাধিকার কোলে শুয়ে সন্তান। কিন্তু বাচ্চার মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। সন্তানকে বুকে নিয়েই ল্যাপটপে কাজ সেরে নিচ্ছিলেন রাধিকা। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের এক সপ্তাহের সন্তানকে বুকে নিয়েই মিটিংটা সেরে নিলাম। এক সপ্তাহ বয়স আমরা সন্তানের।
View this post on Instagram
অন্য খবর দেখুন