কালিয়াগঞ্জ: বিদ্যুতের তার ছিঁড়ে (Broken Wire Rail Overhead) বিপত্তি। রেল যোগাযোগ বিচ্ছিন্ন রাধিকাপুর-বারসইয়ের। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকল রাধিকাপুর এক্সপ্রেস (Radhikapur Express)। যার ফলে চরম ভোগান্তিতে পড়লেন যাত্রীরা। এরফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লাইন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিপাকে পড়েন ট্রেনের যাত্রীরা৷
আরও পড়ুন: নিউটাউনে বিমান সংস্থায় চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ৫
বিহারের বারসই সংলগ্ন এলাকায় রেলের ২৫ হাজার ভোল্টের বিদ্যুৎতের তার ছিড়ে পড়ায় রাধিকাপুর -বারসই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। এরফলে কালিয়াগঞ্জ রেলস্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকল ০৫৭২৭ ডাউন রাধিকাপুর- কাটিহার পেসেঞ্জার (Radhikapur-Katihar Passenger)। ট্রেন আটকে পড়ায় খুব সমস্যায় পড়ছে যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে সড়ক পথেই নিজেদের গন্তব্য স্থলে রওনা দিয়েছে। কারণ কখন ট্রেন ছাড়বে রেল কর্তৃপক্ষ বলতে পারছে না। অপরদিকে কালিয়াগঞ্জ স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার বিশ্বজিৎ বর্মণ বলেন, বিহারের বারসই সংলগ্ন এলাকায় রেলের ২৫ হাজার বিদ্যুৎতের তার ছিড়ে পড়ার কারণে কালিয়াগঞ্জ স্টেশনে রাধিকাপুর -কাটিহার ০৫৭২৭ ডাউন পেসেঞ্জার ট্রেনটি আটকে রয়েছে। বিদ্যুৎতের তার সংস্কারের পর পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন।
অন্য খবর দেখুন