জন্মের পর থেকেই একরত্তিকে নিয়ে চর্চা কম হয়নি। রণবীর কাপুর-আলিয়া ভাটের (Ranbir-Alia) ভক্তদের চোখের মণি রাহা কাপুর (Raha Kapoor)। এবার তারকা মা-বাবাকেও পিছনে ফেলে দিল রাহা। সেই ভিডিও এখন ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন সেই ভিডিও…
আরও পড়ুন: ‘পুষ্পা ২’ মুক্তির আগেই বিপাকে অল্লু, দক্ষিণী সুপারস্টারের বিরুদ্ধে চঞ্চল্যকর অভিযোগ
আইএসএলে ম্যাচেও একটি টিম রয়েছে রণবীরের। ভাইরাল ভিডিওতে দেখা হচ্ছে, স্ত্রী-মেয়েকে নিয়ে সপরিবারে মাঠে হাজির রণবীর। বাবা-মায়ের সঙ্গে রঙমিলান্তি করে পোশাক পরেছিলেন একরত্তি। জার্সির নম্বর ছিল ৬।
মায়ের সঙ্গে খুনসুটি হোক বা দর্শক আসন থেকে চিৎকার সবেতেই নজর কাড়লেন রাহা। ছোট মেয়েটির থেকে চোখ ফেরাতেই পারলেন না দর্শক। মেয়েকে কোলে নিয়ে হইহই করে ম্যাচ দেখলেন রালিয়া।
দেখুন আরও খবর: