জলপাইগুড়ি: রাহুল গান্ধী (Rahul Gandhi) বাংলায় প্রবেশের পর থেকেই বিভিন্ন ভাবে তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) ভন্ডুল করার চেষ্টা করছে রাজ্য সরকার এবং বিজেপির (BJP) কর্মীরা, এই অভিযোগ ওঠা শুরু হয়েছে। কোথাও তাঁকে আটকানো হয়, কোথাও বা তাঁর সভার অনুমতি না দেওয়া। এরই মাঝে গতকাল ধূপগুড়িতে তাঁর ফেস্টুন এবং কংগ্রেসের ফ্ল্যাগ ছেঁড়ার অভিযোগ তোলে কংগ্রেস। সেই একই ছবি রবিবার দেখা গেল জলপাইগুড়িতে। এখানেও কংগ্রেসের পতাকা এবং ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ করল জলপাইগুড়ি কংগ্রেসকর্মীরা।
জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত অভিযোগ করেন, যে রাহুল গান্ধীর কাট আউট ছেঁড়া হয়েছে। কারা করেছে সেটা বলা মুশকিল। কিন্তু প্রশাসনের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। এই ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া আমাদের রাজনৈতিক কৃষ্টির বিরোধী। ডিবিসি রোড, শিল্পসমিতি পাড়া, কেরানি পাড়া মোড় সহ বিভিন্ন জায়গায় এগুলো ছেঁড়া হয়েছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই। এবং যাঁরা বা যেই সংগঠন এই কাজ করেছে মানুষ তাদের ক্ষমা করবে না। মনে রাখতে হবে যাঁর ফেস্টুন ছেঁড়া হয়েছে সেই পরিবারের ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী দেশের জন্য প্রাণ দিয়েছেন। এভাবে রাহুল গান্ধীকে রোখা যাবে না।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার
আরও খবর দেখুন