নয়াদিল্লি: রাহুল গান্ধী (Rahul Gandhi) ব্রিটেনের (Britain) নাগরিক। তাঁর ভারতীয় নাগরিকত্ব বাতিল করা হোক। এই দাবি তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সুব্রহ্মণিয়ম স্বামী (Subramanian Swamy)। তিনি ২০১৭ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ করেছিলেন, কংগ্রেস নেতা রাহুল ব্রিটিশ নাগরিক। তবে তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক কোনও পদক্ষেপ করেনি।
জানা গিয়েছে, আদালতে সুব্রহ্মণিয়ম স্বামী দাবি করেছেন, ব্রিটিশ সংস্থা ব্যাকপস লিমিটেডের মাধ্যমে ২০০৫ ও ২০০৬ সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি থেকে প্রমাণ হয় তিনি ব্রিটেনের নাগরিক। তাঁর দাবি, ওই নথিগুলিতে রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক বলে দাবি করেছেন। ভারতের আইনে দ্বৈত নাগরিক রাখা যায় না। তবে শুক্রবার স্বামীর এই দাবি সামনে এলেও এই বিষয়ে রাহুল গান্ধী বা তাঁর দল কংগ্রেসের কোনও বক্তব্য জানা যায়নি।
আরও পড়ুন: মমতার মতোই মিনাক্ষীর আবেদন, চিকিৎসকরা পরিষেবা দিন
আরও খবর দেখুন