নয়াদিল্লি: আচমকাই ছোট্ট দোকানের (Shop) সামনে দাঁড়াল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) গাড়ি। চমকে গেলেন বৃদ্ধ দোকানদার। দোকানে বসে দোকানদারের কাছে তাঁর পরিবারের কথা জানতে চাইলেন রাহুল। আনন্দে কেঁদে ফেললেন দোকানদার। শুক্রবার উত্তরপ্রদেশে এই ঘটনাটি ঘটেছে।
এদিন সুলতানপুর থেকে লখনউ ফিরছিলেন রাহুল। সেসময় বিধায়কনগরে একটি ছোট্টা দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। দোকানদার রাম চেতের কাছে দোকান ও তাঁর পরিবারের সুখ দুঃখের কথা জানতে চান তিনি। তাঁর সমস্যার কথা জানতে চান। প্রায় ৩০ মিনিট সেখানে সময় কাটান বিরোধী দলনেতা। দোকানদার রাহুল গান্ধীকে কোল্ড ড্রিংকস খাওয়ান। তাতে না করেননি কংগ্রেস নেতা। দোকানদার বলেন, তাঁর অল্প আয়ের কথা রাহুলকে জানিয়েছেন। তাতে রাহুল বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। একটি মানহানি মামলায় এদিন সুলতানপুরে এসেছিলেন রাহুল।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় সবার আগে রাহুল গান্ধী