কলকাতা: রাত পোহালেই মহালয়া (Mohalaya)। দেবীপক্ষের সূচনাতে অর্থাৎ মহালয়ায় জেলায় জেলায় ভারী বৃষ্টির (Rain Forecast) সতর্কতা জারি। পুজোর আগে বাঙালির মনে প্রশ্ন ওঠে পুজোর দিনগুলি কেমন থাকবে আবহাওয়া। সেই প্রশ্নের উত্তর জানাল আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একাধিক জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে গরম থেকে স্বস্তি মিললেও পুজোর সময় বৃষ্টি হলে ভোগান্তি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ৭ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। দেবীপক্ষের ভিজতে পারে দক্ষিণবঙ্গের ৭ জেলা। এই সব জেলাতে আগামী ৪৮ ঘণ্টায় বেশি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোন জেলার দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মহালয়ার দিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ি, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে জহর সরকার
উত্তরবঙ্গেও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি তিনটি জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওয়া অফিস জানাচ্ছে, ১৬ অক্টোবরের পর থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমান কমবে। অক্টোবরের শেষ দিকে কিছুটা শুষ্ক হবে আবহাওয়া। অর্থাৎ জানান দেবে শীতের আগমনী।
অন্য খবর দেখুন