কলকাতা: শীতের কালকাতায় আচমকা বৃষ্টির দাপট। দক্ষিণ ভারতে হানা দিয়েছে ‘ফেনজল’। যার প্রকোপে ভাসছে তামিলনাড়ু। শনিবার কলকাতা সহ পার্শ্ববর্তি অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে ঠকঠকিয়ে কাঁপছে শহর। যদিও শনিবারের তুলনায় রবিবার খানিক আবহাওয়া বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবারও বৃষ্টি হতে পারে।
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভবনা?
হাওয়া অফিস সূত্রে খবর, আজ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বাদে বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা। রবিবার দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: টানা তিনদিন হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল
কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা বেশি হেরফের হবে না। রাতের দিকেও তাপমাত্রার পারদ খুব একটা নামবে না।
দেখুন আরও খবর: