কলকাতা: সামনে এল খাদানের (Khadaan Song) নতুন গান ‘রাজার রাজা’-এর ঝলক। ‘খাদান’এর পরিচালক সুজিত দত্ত জানিয়েছিলেন, ‘রাজার রাজা – গান মুক্তির কথা। মুক্তি পেল ‘খাদান’-এর প্রথম গানের টিজার। গানের প্রথম ঝলকেই ধামাকার আভাস দিলেন সুপারস্টার দেব। যেখানেও এক্কেবারেই বলিউডি কায়দায় দেখা গেল দেবকে (Dev)। মাঝে বেশ ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে অভিনেতাকে। একজন দক্ষ অভিনেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। খাদানের সৌজন্যে ফের চেনা ভূমিকায় দেখা যাবে দেবকে।
‘রাজার রাজা’ গানের ছবি আগেই শেয়ার করেছিলেন দেব। ‘রাজার রাজা’গানের দৃশ্যের সঙ্গে সাদৃশ্য হৃত্বিক রোশন-প্রিয়াঙ্কা চোপড়া ‘অগ্নিপথ’ ছবিতে ‘শ্রী গণেশা দেবা’ গানের দৃশ্যের। গানে দেবকে নটরাজ মূর্তির সামনে নাচতে দেখা গেল। হৃত্বিকের স্টাইলে আরতি করেই গানে এন্ট্রি দেবের। যত মিল থাকুক প্রথম ঝলকেই নেটিজেনদের মন জয় করেছে খাদানের ‘রাজার রাজ’। প্রযোজনা সংস্থার তরফে জানানো হচ্ছে ১২ নভেম্বর মঙ্গলবার আসছে ‘রাজার রাজা’ পুরো গানটি। গানের টিজার শেয়ার করে দেব লিখেছেন, ‘পুরনো দিনে ফিরে যাওয়া যাক। প্রায় ১০ বছর আবার এইরকম নাচলাম। আশা করছি আপনারা আপনাদের পুরনো দেবকে ফিরে পাবেন’।
আরও পড়ুন: সকালবেলা দুধ বেচতেন অক্ষয় কুমার?
খাদানের দুই প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে শেয়ার করা হল টিজার। তাতেই বাজিমাত করেছেন দেব। নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব (Dev)। ছবিতে দেবের সঙ্গী যিশু সেনগুপ্ত। ‘খাদান’-এর টিজারে দেখা গিয়েছে কুঠার হাতে খনি এলাকায় অ্যাকশন মুডে দেব। বললেন, ‘যে একা সব সয়, ওহিই সর্দার হয়’। কয়লাখনির স্তুপের উপর উঠে মোহন-কে অর্থাৎ যিশুকে পাশে নিয়ে শ্যাম অর্থাৎ দেব বলছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, বলে কী ভেবেছিস! অ্যাকশনটা ভুলে গিয়েছি?’ বড়দিনে দেব-যিশু টোটাল অ্যাকশন প্যাকেজ নিয়ে আসছে খাদান। দেব-যিশু ছাড়াও ছবিতে দেখা যাবে বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্যকে।
“রাজার রাজা” আসছে!
Song out on 12th November. Stay Tuned!@idevadhikari @devpl_official@Soojitduttarino #DevArijit #Savvy #Khadaan #RajarRaja #FirstSong #OutOnNov12https://t.co/LbhEhsN0gx— Surinder Films (@SurinderFilms) November 10, 2024
অন্য খবর দেখুন