নয়াদিল্লি: দর্জির মাথা কেটে ফেলার ভয়ংকর ঘটনায় অন্যতম অভিযুক্তকে জামিন (Bail) রাজস্থান হাইকোর্টের (Rajasthan High Court)।
উদয়পুরের সামান্য এক দর্জি কানহাইয়া লালের ধড় থেকে মুন্ডু কেটে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জাভেদকে জামিন বিচারপতি পঙ্কজ ভান্ডারী ও বিচারপতি প্রবীর ভাটনগরের।
আরও পড়ুন: পিএমএলএ আইনে অভিযুক্ত নীরজ সিংহলকে জামিন সুপ্রিম কোর্টের
বিজেপির পূর্বতন মুখপাত্র নুপুর শর্মার একটি মন্তব্যে সহমত পোষণ করে সমাজ মাধ্যমে মন্তব্য করায় ২০২২ সালের ২৯ জুন কানহাইয়া লালকে খুন করে রিয়াজ ও ঘোউস মোহম্মদ। উদয়পুর পুলিশের থেকে তদন্তভার এনআইএ-কে। দুই পাকিস্তানি সহ ধৃত ১১ জন। সম্প্রতি সেই মামলায় চার্জশিট দেয় এনআইএ।
খুনের ঘটনায় সরাসরি অভিযুক্ত রিয়াজকে কানহাইয়া লালের গতিবিধি এবং দোকানে থাকা সম্পর্কে তথ্য যোগান দিয়েছিল জাভেদ। অভিযুক্ত ও ধৃতরা সকলেই কট্টর মৌলবাদী এবং তাদের সঙ্গে করাচি ভিত্তিক দাওয়াত-ই-ইসলামীর সম্পর্ক রয়েছে বলে দাবি এন আই এর।
আরও খবর দেখুন