কলকাতা: তন্বী লাহা রায় (Tonni Laha Roy) ও রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta) টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ। শোনা যাচ্ছে তারা এখন একেঅপরের সঙ্গে সম্পর্কে রয়েছে। স্যোশাল মিডিয়ায় তাঁদের এক সঙ্গে ছবিও দেখা গিয়েছে। তাদের ছবি বলে দিচ্ছে দুজনেই ডুব দিয়েছেন একে-অপরের ভালোবাসাতে। তাদের সম্পর্কে শিলমোহর পড়ে গণেশ পুজোর দিন। তন্বী-রাজদীপ জানিয়ে দেন যে তাঁরা সম্পর্কে আছেন। পুজো মিটতেই তন্বী-রাজদীপ পাড়ি দেন পাহাড়ে। সেই ঘুরতে যাওয়া তাঁদের কিছু আদুরে ছবি পোস্ট করেন তাঁরা। সেই ছবিতে দেখা গিয়েছে একে অপরকে চোখে হারাচ্ছেন।
আরও পড়ুন: কার্তিকের মুখে কাঞ্চনের ভূয়সী প্রশংসা
পাহাড়ের কোলে রাজদীপ-তন্বীকে রোম্যান্স করতে দেখা গেল। হলুদ রঙের ওভার সাইজ টি-শার্ট ও ডেনিম শর্ট পরে রাজদীপের বাহুডোরে ধরা দিয়েছেন তন্বী। আবার কখনও রাজদীপের আদরে লজ্জায় রাঙা তন্বী। তবে পোস্ট করেছেন অনেক দেরিতে। এই ছবিগুলো পোস্ট করে তন্বী রাজদীপকে লিখেছেন তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই এবং তারপর হ্যাপি বার্থডে-র হ্যাশট্যাগও দিয়েছেন।
View this post on Instagram
অন্য খবর দেখুন