নয়াদিল্লি: রবিবার সর্বদল বৈঠকে (All Party Meeting) বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)। সংসদে অধিবেশন চলাকালীন যখন কোনও সহকর্মী বক্তৃতা করবেন তখন যেন অন্যরা বাধা না দেয়। এদিন এমনই বার্তা দেন রাজনাথ। অধিবেশন চলাকালীন সবাইকে সংযত থাকার কথা বলেছেন তিনি। বৈঠকে রাজনাথ বলেছেন, প্রধানমন্ত্রী যখন কথা বলেন তখন সেটা দেশের শোনা উচিত।
সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এদিন সর্বদলীয় বৈঠকে তৃণমূল ছাড়া সব বিরোধী দল হাজির ছিলেন। বৈঠকের বিষয়ে কিরেন রিজিজু বলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে বদ্ধ পরিকর। যখন কোনও সাংসদ কথা বলেন, তখন আমাদের হস্তক্ষেপ করা ও বাধা দেওয়া উচিত নয়। রিজিজু আরও বলেন, আমরা সব নেতার পরামর্শ নিয়েছি। সংসদকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব সরকার এবং বিরোধী পক্ষ সবারই। এদিনের বৈঠকে হাজির ছিলেন কংগ্রেসের জয়রাম রমেশ, কে সুরেশ, সমাজবাদী পার্টির রামগোপাল বর্মা মিমের আসাউদ্দিন ওয়েইসি, আরজেডির তরফে ছিলেন অভয় কুশওয়হা, আপের সঞ্জয় সিং।
আরও পড়ুন: পুলিশের গাড়ির ধাক্কায় টোটো গাড়ি উল্টে পড়ল নয়ানজুলিতে
আরও খবর দেখুন