নয়াদিল্লি ও আলেকজান্দ্রিয়া সিটি (মিশর): ইজরায়েল (Israel) ও প্যালেস্তিনীয় (Palestine) জঙ্গি হামাস (Hamas) বাহিনীর যুদ্ধে সেদেশে আটকে পড়েছেন রাজ্যসভা সদস্য (Rajya Sabha Member) ওয়ানউইরয় খারলুখি। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী এবং কন্যাও। তিনি ছাড়াও বেশ কয়েকজন যুদ্ধ কবলিত গাজা (Gaza) এলাকায় আটকে রয়েছেন।
মেঘালয়ের (Meghalaya) ন্যাশনাল পিপলস পার্টির প্রবীণ নেতা খারলুখি এবং আরও ২৪ জন জেরুজালেমে (Jerusalem) গিয়েছিলেন। বেথলেহেমে (Bethlehem) প্রার্থনা করে সেখানেই আটকে পড়েছেন তাঁরা। উল্লেখ্য, ইজরায়েলে গিয়ে আটকে পড়েছিলেন বলি অভিনেতা নুসরত ভারুচাও (Nusrat Bharuchha)। তিনি অবশ্য দুপুরের পর মুম্বইয়ে ফিরে আসতে পেরেছেন।
আরও পড়ুন: ‘আকেলি’ দেশে ফিরলেন অভিনেত্রী নুসরত ভারুচা
ইজরায়েল-প্যালেস্তিনীয় যোদ্ধাদের সংঘর্ষের ছায়া মিশরেও (Egypt)। মিশরের আলেকজান্দ্রিয়া শহরে ইজরায়েলি পর্যটকদের উপর এক পুলিশ আধিকারিকের এলোপাথাড়ি গুলিতে দুই ইজরায়েলি পর্যটক ও এক মিশরীয়ের মৃত্যু হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া প্যালেস্তিনীয় হামাস জঙ্গিদের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছে গোটা বিশ্ব। দুপক্ষের লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ৬১০ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শহরের পম্পেই স্তম্ভের কাছে ঘটনাটি ঘটে। গুলিচালনার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকবাজকে আটক করা হয়েছে। একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন সেখানে পড়ে রয়েছেন।
ইজরায়েলের দাবি, তারা প্রায় ৪০০ হামাস জঙ্গিকে খতম করেছে। অন্যদিকে, আরও একটি ভাইরাল ভিডিয়োতে হামাসের হাতে বন্দিদের ছবি এসেছে। দেখা যাচ্ছে, ইজরায়েলে পুত্র-কন্যাসহ এক দম্পতিকে। ইজরায়েলের সাংবাদিক হানান্যা নাফতালির শেয়ার করা ওই ভিডিয়োয় লেখা আছে, দম্পতির আর এক মেয়েকে হামাস বাহিনী প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে। বোনের মৃত্যু চোখের সামনে দেখে সকলেই কাঁদছেন। এক জঙ্গিকে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, সে বেহস্তে (স্বর্গ) গেল।
এদিকে, পোপ (Pope) ফ্রান্সিস হিংসা বন্ধের আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, জঙ্গিপনা এবং যুদ্ধ কোনও সমস্যা মেটায় না। এতে শুধু নিরীহের প্রাণ যায়। যুদ্ধ মানে পরাজয়, কেবলমাত্র পরাজয়। ইজরায়েল ও প্যালেস্তাইনের জন্য তিনি প্রার্থনার আবেদন জানান।
দেখুন অন্য় খবর