বীরভূম: রামপুরহাটের টোটো চালকদের (Rampurhat Toto Drivers Protest) অবস্থান বিক্ষোভ। রাস্তা অবরোধের জেরে উত্তেজনা ছড়াল এলাকায়। পুর আইন না মানায় টোটো চালকদের (Toto Drivers) জরিমানার প্রতিবাদে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ চালকদের। ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ। বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ের ঘটনা। এর জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। যানজটের জেরে সমস্যায় পড়তে হয় শহরবাসীকে।
রামপুরহাট শহরের রাস্তায় বের হলে লক্ষ্য করা যায় মানুষের থেকে টোটোর সংখ্যা বেশি হয়ে গিয়েছে। টোটোর উপদ্রবে নাজেহাল শহরের মানুষ। সব সময় যানজট লেগেই আছে। ফলে বীরভূমের রামপুরহাট শহরে যানজট অন্যতম সমস্যা শহরবাসীর। যানজটের মূল কারণ টোটোর সংখ্যা বৃদ্ধি। রামপুরহাট পুরসভার (Rampurhat Municipality) পক্ষ থেকে ১ জানুয়ারি থেকে টোটো চালকদের নিয়ন্ত্রণ করতে বিশেষ পুর আইন চালু করা হয়েছে। শহরের টোটো রেজিস্ট্রেশন দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। রেজিস্ট্রেশন করা টোটোই একমাত্র শহরে ঢুকতে পারবে। পঞ্চায়েতের কোনও টোটো শহরে ঢুকতে পারবে না।
আরও পড়ুন: স্কুলে আসে না কোনও ‘কন্যাশ্রী’, দাঁতনে বিনাশ্রমে বেতম শিক্ষিকাদের
খুব স্বাভাবিকভাবেই পুর আইন অনুযায়ী গ্রাম থেকে আসার টোটো চালকদের শহরে ঢুকলেই জরিমানা করা হচ্ছে। এই অবস্থায় এবার রাস্তা অবরোধ করে পথে নামল রামপুরহাটের টোটো চালকরা। তাদের পরিস্কার দাবি, গ্রাম ও শহর সমস্ত টোটো চালকই সমান অগ্রাধিকার দিতে হবে এই দাবি তুলে পথে বিক্ষওভে নামল টোটো চালকরা।
আরও অন্য খবর দেখুন