কলকাতা: পুজোর কাউন্টডাউন শুরু। পুজোর প্রস্তুতি চলছে শহর থেকে গ্রাম বাংলায়। বনেদি বাড়ি গুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠিক তেমনই রানাঘাট দে চৌধুরী বাড়ি (Ranaghat Dey Barir Pujo) সেজে উঠছে দুর্গাপুজোর (Durga Puja 2024) জন্য। এবার ২৮০ বছরে পুজো। ১৭৪৪ সালে এই বাড়ির পুজো শুরু হয়। এই বাড়ির পুজো প্রবক্তা রামসুখ দে। তিনি একজন তন্তু ব্যবসায়ী অর্থাৎ সুতোর ব্যবসা করতেন। শোনা যায়, তাঁর ব্যবসার উন্নতি দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁকে এই চৌধুরী উপাধি দেয়। রামসুখ দে সমস্ত উপাচার মেনে শুরু করেছিলেন এই পুজো। পুজোর সময়ে দরিদ্রদের দান করা ছিল তার অন্যতম উদারতা।
আরও পড়ুন: পুজোয় আসতেন খোদ লর্ড ক্যানিং, শতাব্দীপ্রাচীন পুজো ঘিরে সাজ সাজ রব
মহালয়ার পরদিন প্রতিপদ থেকেই মূলত শুরু হয় এই পুজো। সেদিন থেকে পর পর নয় দিন ধরে হোম যজ্ঞে ১০০৮ টি বেল পাতা আহুতি দেওয়া হয়। দুর্গা পুজোর পাশাপাশি চলে শ্রীধর জিউয়ের নিত্য পুজোও। গোটা বাড়ি সেজে ওঠে আলোতে। এ আলো আনন্দের। সারা বছর বাড়ির বাইরে থাকলেও পুজোয় বাড়ির সদস্যরা জমায়েত হন বাড়িতেই। ষষ্ঠীর বোধনের পর তিনদিন টান টান উৎসবের রেশ কাটলে এসে যায় দশমী। বাড়ির মহিলারা মেতে ওঠে সিঁদুর খেলায়। বিসর্জনের বাজনা বাজলেই প্রতিমা নিয়ে যাওয়া হয় রানাঘাটের শ্যাম সুন্দর ঘাটে। তারপর বাড়ি ফিরে শ্রীধর জিউকে প্রণাম করে শুরু হয় বিজয়া পর্ব। আপাতত পরের পুজোর অপেক্ষায় ফের দিন গোনা শুরু।
অন্য খবর দেখুন