কলকাতা: বিমান বন্দরে রবিনার মেয়ে রাশা থাদানি (Rasha Thadani)। রাশাকে বেশ কিউট ক্যাজুয়াল লুকে দেখা গেল। রবিনা টন্ডন (Raveena Tandon) এবং ফিল্ম ব্যবসায়ী অনিল থাডানির কন্যা রাশা। ১৭ বছরেই বলিউডে পা রাখছে এই তারকা-কন্যা। ইনস্টাগ্রামে আড়াই লক্ষ অনুরাগী। এয়ারপোর্ট ক্যাজুয়াল স্টাইলে রাভিনা কন্যা রাশা। বেশ কিউট লাগছিল রাশাকে। সাদা ট্যান টপ ও কার্গো প্যান্টে ক্যাজুয়ালকে নজর কাড়লেন তারকা কন্যা। পাপরাৎজিদের সামনে হেসে পোজ দিলেন রাশা।
অন্য খবর দেখুন