কলকাতা: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় ইডির জালে আনিসুর রহমান (Anisur Rahman) ও আলিফ নুর। বৃহস্পতিবার সকালে দু’জন সিজিও কমপ্লেক্সে ইডির দফতের হাজিরা দিয়েছিলেন। বৃহস্পতিবার দিনভর জেরার পর মধ্যরাতে গ্রেফতার করা হয় দুইজনকে। শুক্রবার কোর্টে হাজির করানো হবে দু’জনকে।
রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডির প্রথম মাইলেজ ছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার। এর ইডির হাতে গ্রেফতার হয় মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমান। বাকিবুর ঘনিষ্ঠ আনিসুর রহমান ও আলিফ নুরকেও গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে দুইজনকে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন আনিসুর এবং আলিফ। তাঁদের সঙ্গে ছিল বেশ কিছু নথিপত্র। তাদের ১৪ ঘণ্টার জেরা পর গভীর রাতেই গ্রেফতার করা হল তাঁদের।
আরও পড়ুন: সংসদে মমতার নাম নিয়ে কী বললেন রেলমন্ত্রী…
চলতি সপ্তাহে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকলে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বারিকের রাজারহাটের ফ্ল্যাট-অফিসে হানা দিয়েছিল ইডি। তল্লাশি অভিযানে ২০লক্ষ টাকা, দু’টি মোবাইল এ ছাড়া বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে তারা।
অন্য খবর দেখুন