কলকাতা: আজ থেকে রিজার্ভ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত এই বৈঠক চলবে। দেশের শীর্ষ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির এই বৈঠকে রেপো রেট সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। ৬ সদস্যের কমিটির চেয়ারম্যান তথা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের সভাপতিত্বে ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্র সহ আরও ৪ জন এই বৈঠকে বসবেন। রেপো রেট সহ বিভিন্ন ক্ষেত্রে সুদের হার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট রয়েছে ৬.৫ শতাংশ। এই হার কমানোর জন্য চাপ দিচ্ছে শিল্প বাণিজ্য মহল। যদিও রিজার্ভ ব্যাঙ্ক এই রেট কমাবে কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
আরও পড়ুন: বাড়বে দাম! সিগারেট, কোল্ড ড্রিঙ্কসের উপরে ৩৫ শতাংশ জিএসটির সুপারিশ
উল্লেখ্য, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি শঙ্কাজনকভাবে কমে হয়েছে ৫.৪ শতাংশ। সেই কারণে রেপো রেট কমানোর দাবিতে সরব হয়েছে বাণিজ্য মহল। এদিকে আবার অক্টোবর মাসে খুচরো মূল্যবৃদ্ধি হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের সহ্যসীমার থেকে বেশি হারে। এই মাসে খুচরো দাম বেড়েছে ৬.২১ শতাংশ হারে। এই পরিস্থিতিতে রেপো রেট কমালে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাই সাবধানে পা ফেলতে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ককে। তবে শেষমেশ এই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা জানা যাবে আগামী ৬ ডিসেম্বর। সেদিকেই নজর রয়েছে বাণিজ্য মহল থেকে আমজনতা সকলের।
দেখুন আরও খবর: