কলকাতা: নব্বইয়ের দশকে টিভি পর্দায় যেসব ধারাবাহিক সবথেকে বেশি সাড়া ফেলেছিল, ‘শক্তিমান’ সেগুলির মধ্যে অন্যতম। রবিবারের সকালে টিভির সামনে পাড়ার বন্ধুদের সঙ্গে ‘শক্তিমান’ দেখার জন্য একটা উন্মাদনা কাজ করত সেই সময়ের শিশু-কিশোরদের মধ্যে। ১৯৯৭ সাল থেকে পথচলা শুরু হয় এই ধারাবাহিকের, সম্প্রচারিত হয় ৪৫০-র বেশি এপিসোড। তবে ২০০৫ সালে বন্ধ হয়ে যায় ‘শক্তিমান’-এর সম্প্রচার। তবে, টিভিতে না থাকলেও, শক্তিমান এখনও রয়ে গেছে নব্বইয়ের দশকের কিশোরদের মনে প্রাণে। সম্প্রতি, এই ধারাবাহিকের প্রত্যাবর্তন নিয়ে একটা গুঞ্জন শোনা গিয়েছিল। আসলে শক্তিমান চরিত্রের অভিনেতা মুকেশ খান্না একটি ঘোষণা করার পর থেকেই যেন আবেগের একটা সুপ্ত আগ্নেয়গিরি জাগ্রত হয়েছিল। তাই মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই বিষয়টি নিয়ে গুগুলে ৫০ হাজারের বেশি সার্চ হয়। কিন্তু সত্যিই কি ফের টিভি পর্দায় ফিরবে শক্তিমান? ঠিক কী ঘোষণা করেছেন অভিনেতা মুকেশ খান্না? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: শাহরুখ খানকে হুমকি ফোন, গ্রেফতার আইনজীবী
সম্প্রতি, অভিনেতা মুকেশ খান্না সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, “শক্তিমানের চরিত্রে দু’রকম দু’টি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটি অ্যাকশন হিরো। কিন্তু শক্তিমান শুধুমাত্র একজন অ্যাকশন হিরো কিংবা সুপারহিরোই নন, তিনি একজন শিক্ষক বটে। এটিই এই চরিত্রের দ্বিতীয় বৈশিষ্ট্য।” এই সাক্ষাৎকারে অভিনেতা আরও বলেছেন, “আমরা ছোটখাটো কোনও বিষয় পেলেই সেগুলি নিয়ে কথা বলতে শুরু করি। শক্তিমান কি ফের টিভিতে ফিরবে- এই প্রশ্ন সম্বলিত ২০০-র বেশি মেসেজ পেয়েছি আমি। এর উত্তরে একটাই কথা বলব, শক্তিমান আসছে। আপনারা ২-৩ বছর ধরে প্রশ্ন করছেন – সে কবে আসবে, আর কে কে আসবে, সে কোথা থেকে আসবে। আসলে সবাই হয়তো মিথ্যে বলছে, কিংবা সবাই সত্যি বলছে।” অর্থাৎ, অভিনেতা নিজে স্পষ্ট করেননি যে, শক্তিমানের প্রত্যাবর্তন আদৌ ঘটবে কি’না। তবে শক্তিমান কামব্যাক করলে ভক্তকুল যে তাঁকে সাদরে অভ্যর্থনা জানাবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
দেখুন আরও খবর: