কলকাতা: সমকামী যৌন সম্পর্ক অস্বাভাবিক অপরাধ। উল্লেখ ডাক্তারি পড়ুয়াদের নতুন পাঠ্যবইতে। নয়া পাঠ্যপুস্তক প্রকাশের পরই তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সরব হয়েছেন কুইয়্যার অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত বহু মানুষ। তাঁরা বলছেন, এ ধরনের লেখা প্রান্তিক যৌনতার মানুষদের প্রতি বিদ্বেষ আরও উস্কে দেবে।
সদ্য প্রকাশিত হয়েছে স্নাতকস্তরের ডাক্তারি পড়ুয়াদের জন্য জাতীয় চিকিৎসা কমিশনের প্রবর্তিত পাঠ্য বইয়ের নতুন ও সর্বশেষ সংস্করণ। সেই সংশোধিত পাঠ্যক্রমে উল্লেখ রয়েছে সমকামী যৌন সম্পর্ক অস্বাভাবিক অপরাধ। বইতে আলোচনা হয়েছে যৌন বিকৃতি এবং ফেটিশিজম নিয়েও। এই সংশোধনগুলি হয়েছে স্নাতকস্তরের পড়ুয়াদের ফরেন্সিক মেডিসিন ও টক্সিকোলজির পাঠ্যপুস্তকে। বিতর্কের শুরু মূলত, অস্বাভাবিক অপরাধের তালিকায় যৌন বিকৃতি, ফেটিশিজম ও মৃতদেহের প্রতি যৌন আকর্ষণের পাশাপাশি সমকামী যৌন সম্পর্ককে রাখায়। সম্পূর্ণ বাদ গিয়েছে দুই ব্যক্তির মধ্যে সম্মতিমূলক সমকামী সম্পর্কের বিষয়টিও। ডাক্তারি পড়ুয়াদের নয়া বই বলছে, দুই সমলিঙ্গের মানুষের মধ্যে সম্মতিমূলক যৌন সম্পর্কও অস্বাভাবিক অপরাধের সামিল।
আরও পড়ুন: শেখ হাসিনা কীভাবে দেশ ছাড়েন, একাধিক ভিডিওতে বিভিন্ন দাবি
আরও খবর দেখুন