নয়াদিল্লি: প্রতারণা (Cheating) মামলায় ভারতের ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে নতুন করে মামলা চালুর নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে গম্ভীরকে (Gautam Gambhir) স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ।
নির্মীয়মাণ আবাসনের ফ্ল্যাট ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে গম্ভীরের ভূমিকা নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। গত ২৯ অক্টোবরের সেই নির্দেশে সোমবার স্থগিতাদেশ হাইকোর্টের বিচারপতি মনোজকুমার ওহরির।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিতে গিয়ে আটক শয়ে শয়ে মেইতেই
উল্লেখ্য, আবাসন প্রকল্পে ফ্ল্যাট দিতে ব্যর্থতার অভিযোগে তিনটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে চিটিং কেস করেন ক্রেতারা। ২০১১ সালের সেই হাউসিং প্রকল্পের নাম ছিল সেররা বেল্লা। সেই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন গম্ভীর। একইসঙ্গে একটি কোম্পানির অতিরিক্ত ডিরেক্টর পদেও তিনি ছিলেন।
পরবর্তীকালে সংসদ সদস্য গম্ভীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ বন্ধ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত যুক্তিসম্মত পদক্ষেপ করেনি। মনে রাখতে হবে, ওই প্রকল্পে বিনিয়োগকারীরা ব্র্যান্ড অ্যাম্বাসাডরের ভাবমূর্তিকে মাথায় রেখে বিনিয়োগ করেছিলেন কি না, সেই বিষয়টি তদন্ত সাপেক্ষ। দ্বিতীয়ত, বিনিয়োগকারীদের অর্থ তাঁর কাছে দিয়েছিল কি না, সেটাও দেখা দরকার। তৃতীয়ত, আপাতদৃষ্টিতে একটি কোম্পানির সঙ্গে তাঁর আর্থিক লেনদেন হয়েছিল। যা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নয়, একটি সংস্থার ডিরেক্টর হিসেবে। যে পদে তিনি ২০১১ সালের জুন থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ছিলেন।-এই অভিমত দিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দেয় নিম্ন আদালত। এমনকি ওই প্রকল্পে বেআইনি আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়।
দেখুন অন্য খবর: