কলকাতা: কলকাতায় ৫৮টি রাস্তার মোড় থেকে হকার (Hawker) সরাতে হবে। আলোচনায় টাউন ভেন্ডিং কমিটির (Town Vending Committee) রিপোর্ট। গত বছর বেহালা চৌরাস্তায় বড়িশা স্কুলের ছাত্র সৌরনীল সরকারের পথ দুর্ঘটনায় মৃত্যুর পর একটি রিপোর্ট জমা পড়েছিল। বলা হয়েছিল শহরের ৫৮টি মোড়ে হকার বসতে দেওয়া যাবে না। সম্প্রতি কলকাতা পুরসভার অন্দরে টাউন ভেন্ডিং কমিটির এই রিপোর্টটি নিয়ে ফের একবার আলোচনা শুরু হয়েছে।
কলকাতার ফুটপাতে বসা হকারদের নিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। তারই মধ্যে টাউন ভেন্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত বছর ৪ অগাস্ট বেহালা চৌরাস্তায় বড়িশা স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রের পথ দুর্ঘটনায় মৃত্যুর পর সেই রিপোর্টটি জমা পড়েছিল কলকাতা পুরসভার কাছে।
আরও পড়ুন: দালাল চক্রের ফাঁদে পা দেবেন না, পোস্টার ঘাটাল মহকুমা আদালত চত্বরে
পুরসভা সূত্রের বক্তব্য, ফুটপাত দখল করে হকার বসে রয়েছে বলেই রাস্তা দিয়ে পথচারীদের হাঁটতে হয়। এবার গুরুত্বপূর্ণ মোড়গুলি নিয়ে পরিকল্পনা শুরু করেছে পুর কর্তৃপক্ষ। এই অবস্থায় ভেন্ডিং কমিটির রিপোর্ট অবশ্যই পর্যালোচনায় রয়েছে।
আরও খবর দেখুন