Friday, July 18, 2025
HomeScrollউত্তরকাশীর সুড়ঙ্গে উদ্ধার কাজ বন্ধ, ফের ধস

উত্তরকাশীর সুড়ঙ্গে উদ্ধার কাজ বন্ধ, ফের ধস

সুড়ঙ্গে পাথর সরানোর সময় জোরে ফাটল ধরার শব্দ

Follow Us :

উত্তরাখণ্ড: উত্তরকাশীর (Uttarkashi) ভাঙ্গা সুড়ঙ্গে (Tunnel) বন্ধ উদ্ধার কাজ। যার ফলে আচমকাই উত্তরাখণ্ডের (Uttarakhand) সুড়ঙ্গে উদ্ধারের কাজ স্থগিত করে দেওয়া হল। কারণ সুড়ঙ্গে পাথর সরানোর সময় জোরে ফাটল ধরার শব্দ হয়। সুড়ঙ্গে ৬ দিন ধরে আটকে শ্রমিকরা। যার জেরে ৪০টি পরিবারে চরম উৎকণ্ঠা।

রবিবার সকাল থেকে সাড়ে ৪ কিলোমিটার সিলকিয়া সুড়ঙ্গে শ্রমিকরা আটকে রয়েছেন। এখনও তাঁদের উদ্ধার করা যায়নি। উত্তরকাশীর কাছে ধসের জেরে একটি নির্মীয়মাণ কাঠামো ভেঙ্গে পড়ে। তাতেই আটকে পড়েন শ্রমিকরা। ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভলপেমন্ট কর্পোরেশন লিমিটেড একটি বিবৃতিতে জানিয়েছে, কাজ চলার সময় একটি জোরালো শব্দ শোনানো যায়। ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।  মনে করা হচ্ছে আরও একটি ধসের ঘটনা ঘটেছে। যার জেরে পাইপ নিয়ে যাওয়ার কাজ বন্ধ রাখা হয়। তবে উদ্ধার কাজের তদারকরি দায়িত্বে থাকা কর্মীরা সবরকম চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

আরও পড়ুন: নাবালিকা ধর্ষণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পথ অবরোধ

ভিতরে শ্রমিকরা আটকে রয়েছেন। তাই সবরকম সাবধানতা অবলম্বন করা হচ্ছে। ১৬৫ জন এই উদ্ধার কাজের সঙ্গে যুক্ত। এই সুড়ঙ্গ তৈরি করা হচ্ছিল সিল্কয়ারা থেকে দণ্ডলগাঁও পর্যন্ত। য়াতে উত্তরকাশী থেকে যমুনোত্রীর মধ্যে সংযোগ হয়।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39