কলকাতা: রাজ্যে অস্থায়ী কর্মী নিয়োগেও চালু করা হোক সংরক্ষণ (Reservation)। বিধানসভায় দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। বিধানসভার দৃষ্টি আকর্ষণ পর্বে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছেন, রাজ্য সরকারের অস্থায়ী পদেও নিয়োগের ক্ষেত্রে ১০০ পয়েন্ট রস্টার মেনে সংরক্ষণ কার্যকর করা হোক। বৃহস্পতিবার বিধানসভায় এই দাবি করেছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজ্যে অস্থায়ী, ঠিকা, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রেও সংবিধান মেনে তফসিলি জাতি, জনজাতি, অনগ্রসর শ্রেণি, শারীরিকভাবে অক্ষমদের জন্য আসন সংরক্ষণ হোক। রাজ্যে পঞ্চায়েত দফতরে অস্থায়ী পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে সংরক্ষণের কোনও উল্লেখ নেই। সেই নিয়োগের ক্ষেত্রেও আসন সংরক্ষিত রাখা হোক।
আরও পড়ুন: নির্বাচনে লড়ার বয়স ২৫ থেকে কমিয়ে ২১ হোক, দাবি সাংসদের
উল্লেখ্য, সম্প্রতি অস্থায়ী পদে ৬৬০০ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। জেলা সিলেকশন কমিটি করে নিয়োগ হবে।
আরও খবর দেখুন