Friday, October 4, 2024

HomeScrollকেষ্টর দেখা পেয়ে কেঁদে ফেললেন রামপুরহাটের রেশমা
Anubrata Mondal

কেষ্টর দেখা পেয়ে কেঁদে ফেললেন রামপুরহাটের রেশমা

এটা তরুণীর ইচ্ছেপূরণের কান্না

Follow Us :

কলকাতা: একজন তরুণী কাঁদছেন। সবাই উদগ্রীব। কিন্তু, তাঁর কান্নার কারণ কী? চোখে কেন জল রামপুরহাটের (Rampurhat) রেশমা খাতুনের। আসলে এটা তাঁর ইচ্ছেপূরণের কান্না। সারা দিন অপেক্ষার পর বোলপুরে (Bolpur) তিনি দেখা পেলেন প্রিয় নেতা কেষ্ট মণ্ডলের। দুবছর পর যিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। বুধবার সন্ধ্যায় পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেখা পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না এই কেষ্ট অনুরাগী। দেখা করে বেরিয়ে তিনি সাংবাদিকদের জানান, ওঁর সঙ্গে করতে পেরে চোখে জল এসে গিয়েছে। আমরা ওঁকে ভগবান মনে করি। অনেক সাধারণ মানুষও ছুটে এসেছেন তাঁকে দেখতে। উনি কথা দিয়েছেন প্রতিদিন বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পার্টি অফিসে থাকবেন।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

RELATED ARTICLES

Most Popular