কলকাতা: রাজ্যে ফের সচিব পর্যায়ে রদবদল। জিটিএ এর সচিব কে বদল করল রাজ্য। নয়া সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হল খলিল আহমেদকে জি টিকে। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব (Secretary, North Bengal Development Department) হিসেবেও তাকেই দায়িত্ব দেওয়া হল। খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সচিব পর্যায় থেকে ওঙ্কার সিং মিনাকে সরিয়ে স্মরকি মহাপাত্রকে দায়িত্ব দেওয়া হল। জিটিএ সচিব বিজয় ভারতীকে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সচিব পদে বদলি করা হল।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)