জয়গাঁ: সেতুর(Bridge) দাবিতে সরব আলিপুরদুয়ার (Alipurduar) জেলার সেন্ট্রাল ডুয়ার্স (Duars) ও রাঙামাটি (Rangamati) এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর হুঁশিয়ারি, প্রশাসন সেতু তৈরির উদ্যোগ না নিলে লোকসভা ভোট বয়কট করবেন তারা। এই রাঙামাটি,সেন্ট্রাল ডুয়ার্স এলাকার একদিকে রয়েছে পানা নদী ও অপরদিকে রয়েছে বাসরা নদী। এই বাসরা নদীর (Basra river) উপর দিকে রয়েছে জয়গাঁ শহর ও প্রতিবেশী দেশ ভুটান। সেতু না থাকায় এলাকাবাসী ও পড়ুয়াদের প্রাণের ঝুঁকি নিয়ে এই নদী পার করেই যেতে হয় জয়গাঁর স্কুল, কলেজে। এছাড়া এলাকার অধিকাংশ মানুষ কাজের জন্য নির্ভর প্রতিবেশী দেশ ভুটানের উপর। তাদেরও এই বাসরা নদী পার করেই যেতে হয় সেখানে। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি।
এলাকাবাসীর কথায়, এই নদীতে ভুটান পাহাড়ের জল এসে মিলিত হয়। শীতের মরশুমে নদীতে জল কম থাকায় যাতায়াত করা গেলেও,বর্ষায় ভয়ংকর রূপ ধারণ করে এই নদী। ফলে কাজে, স্কুল ও কলেজে না গিয়ে একপ্রকার গৃহবন্দী হতে হয় বাসিন্দাদের। এর এই দুর্দশা দূর করতে বাসরা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে সরব হলেন এলাকাবাসী। সেতু নির্মাণের উদ্যোগ না নিলে লোকসভা ভোট বয়কটেরও হুঁশিয়ারি দেন তারা। এলাকাবাসীরা জানান, ভোট আসছে আর যাচ্ছে, আশ্বাস মিললেও হচ্ছে না কোনও কাজ। তাই শীঘ্রই কোনও উদ্যোগ না নিলে আমরা সকল এলাকাবাসী লোকসভা ভোট বয়কট করব।
আরও পড়ুন: অসময়ের বৃষ্টিতে আলু চাষে ক্ষতির শঙ্কা চাষিদের
অন্যদিকে, এ নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কালচিনি বিধায়ক বিশাল লামা। তিনি বলেন, ‘আমি বিধানসভায় এ নিয়ে কথা তুলেছি তবুও কোনও কাজ হয়নি। আসলে রাজ্য সরকারের সদিচ্ছা নেই সাধারণ মানুষের জন্য কাজ করার।’ যদিও এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, ‘নদীটি অনেকটাই বড়, ফলে কীভাবে সেখানে সেতু তৈরি করা যায় তা আমরা দেখবো।
আরও অন্য খবর দেখুন