কলকাতা: আরজি করের কাণ্ডের (RG Kar Case) আবহে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ‘রাত্তিরের সাথী’ অ্যাপ চালু করার ঘোষণা করেছিল রাজ্য সরকার। ঘোষণা মতোই ‘রাত্তিরের সাথী’ হেল্পার অ্যাট নাইট’ (Rattirer Saathi Helper At Night) চালুর বিষয়ে আনুষ্ঠানিক ভাবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত করল রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। প্রাথমিক ভাবে কলকাতা পুলিশের এলাকার ছ’টি সরকারি হাসপাতালকে এর আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন: এবার পঞ্চায়েতে হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র সরকার?
শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যপালের অনুমতি পরই কলকাতা পুলিশের এলাকার চারটি সরকারি হাসপাতাল একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। এছাড়াও একটি জেলা হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের মধ্যে পর্যবেক্ষণ, নজরদারিতে এই কর্মসূচি চালু করা হয়েছে। প্রতিটি হাসপাতালের দায়িত্বে থাকবেন এক জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। কলকাতার পুলিশ কমিশনারের সুপারিশের ভিত্তিতেই ছ’জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে দাবিত্বে নিয়োগ করা হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য ভবন।
অন্য খবর দেখুন