নয়াদিল্লি: পণ্যের দাম ক্রমশ বাড়ছে। মুদ্রাস্ফীতিতে হাঁসফাঁস করছেন ভারতবাসী। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে জিনিস কিনতে হচ্ছে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক চলতি আর্থিক বর্ষে ৭.২ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। কিন্তু, তা গত জুলাই-সেপ্টেম্বরের ত্রৈমাসিকে কমে ৫.৪ শতাংশে আটকে গিয়েছে। সেই সময় ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআইয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের তাকিয়ে ছিলেন দেশবাসী। কিন্তু, নীতিতে সেভাবে পরিবর্তন হয়নি। রেপো রেট অপরিবর্তিত রাখার ঘোষণা করেছে আরবিআই। রেপো রেট রাখা হয়েছে ৬.৫ শতাংশে। ফলে টানা ১১ বার অপরিবর্তিত থেকেছে রেপো রেট। সুদের হারে পরিবর্তন হয়নি। তবে মনিটরি পলিসির বৈঠকে আরবিআই চেয়ারম্যান শক্তিকান্ত দাস ঘোষণা করেন, ক্যাশ রিজার্ভ রেশিও ৪.৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। মনে করা হচ্ছে এতে ব্যাঙ্কগুলিতে নগদ ঘাটতির সমস্যা হবে না। তারই মধ্যে আরবিআইয়ের নতুন গভর্নর নিযুক্তির খবর সামনে এল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘনিষ্ঠ আইএএস অফিসার সঞ্জয় মলহোত্রা (Sanjoy Malhotra) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নতুন গভর্নর (Governor) হচ্ছেন। কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ কর নীতি তৈরির ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঞ্জয় একজন ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার। সোমবার মন্ত্রিসভার নিয়োগ কমিটি ৫৬ বছর বয়সী মালহোত্রাকে ২৬ তম আরবিআই গভর্নর হিসাবে তিন বছরের জন্য অনুমোদন দিয়েছে। আগামী ১১ ডিসেম্বর, বুধবার থেকে তাঁর কাজ শুরু হবে। বর্তমান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের দ্বিতীয় মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হতে চলেছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য দুই সরকারের হয়েই কাজ করার অভিজ্ঞতা রয়েছে সঞ্জয়ের।
‘আমরা শুধু রাজস্বের জন্য নয়, দেশের পুরো অর্থনীতির জন্য। সুতরাং যদি কিছু ক্ষুদ্র রাজস্ব আদায়ের প্রক্রিয়ায় আমরা সমগ্র শিল্পকে বা দেশের অর্থনীতিকে আঘাত করে ফেলি তা আমাদের উদ্দেশ্য নয়। রাজস্ব তখনই আসে যখন কিছু আয় থাকে। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে।–সম্প্রতি একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন অর্থমন্ত্রকের রাজস্ব সচিব সঞ্জয়। ১৯৮৯ সালে আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ও পরে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর করেন তিনি।
আরও পড়ুন: খাওয়ার পর সিগারেটে সুখটান না হলে চলে না, কেন? কী বলছে সমীক্ষা?
দেখুন অন্য খবর: