কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় প্রজন ভ্যান থেকে বিস্ফোরক অভিযোগ করেছেন।প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নিয়ে সরব হয়েছেন। এরপর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিতে দেখা গিয়েছে। কালো কাচের গাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। আর এবার দেখা গেল অন্য ছবি। গাড়ির মাথা চাপড়াচ্ছে পুলিশ! সোমবার এমনই ঘটনার সাক্ষী থাকল আদালত চত্বর। পুলিশের এহেন আচরণ মনে করিয়ে দিল ১১ বছর আগে কুণাল ঘোষের সময়ের কথা। সরকার-বিরোধী নানা মন্তব্য করতেন। তখনও পুলিশকে গাড়ি চাপড়াতে দেখা গিয়েছিল। এ নিয়ে টুইটে সরব হয়েছেন অমিত মালব্য (Amit Malviya)।
সোমবার বিচার-পর্বের পঞ্চম দিন ছিল। আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা ছিল শিয়ালদহ আদালতে।সোমবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে শিয়ালদহ আদালত তোলা হয়েছিল। যখন তাকে যাওয়া হয় আদালতে নিয়ে আসা হয় তখন নামার সময় পুলিশকে দেখা যায় গাড়ির মাথায় সজোরে চাপড়াতে। বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে গাড়ির মাথায় শব্দ করতে থাকেন তাঁরা। একটানা হর্ন বাজাতেও শোনা যায় ওই গাড়িতে। এখানেই প্রশ্ন উঠেছে তাহলে কী অভিযুক্তের কন্ঠরোধ করতেই এই ব্যবস্থা। হাতে ইসারাতে সঞ্জয় বোঝান তাকে বলতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: মণিপুরে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক
এনিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে অমিত মালব্য বলেন, আজ, একটি বিদ্বেষপূর্ণ পদক্ষেপে দেখলাম। আরজি কর কাণ্ডে অভিযুক্তকে মিডিয়ার সাভনে কথা বলতে বিরত রাখতে কলকাতা পুলিশ বিভ্রান্তি সৃষ্টি করেছে। এটা স্পষ্ট যে তার কাছে যা তথ্য রয়েছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বের করতে চায় না। এর আগে অভিযুক্ত সঞ্জয় রায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়ালকে ধামাচাপা দেওয়ার জন্য জড়িত থাকার বিষয়ে বলেছিলেন। আজ, শিয়ালদহ আদালত থেকে ফিরে আসার সময়, পশ্চিমবঙ্গের পুলিশ কর্মকর্তারা অভিযুক্তের কণ্ঠস্বরকে ডুবিয়ে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে প্রিজন ভ্যানের ছাদে হর্ন বাজিয়েছিল এবং স্ল্যাম মেরেছিল, যার ফলে অপমানিত নাগরিক স্বেচ্ছাসেবককে মিডিয়া শোনানো কঠিন করে তোলে। তিনি প্রশ্ন তোলেন কী আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা এবং অভয়ার ঘটনার সত্যতা প্রকাশ করা একান্তই অপরিহার্য। সেই দুর্ভাগ্যজনক রাতে কী ঘটেছিল এবং চিকিৎসা সংক্রান্ত অনিয়ম প্রকাশে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ভূমিকা, যার জন্য তার জীবন ব্যয় হয়েছিল তা বাংলার জনগণের জানার যোগ্য।
Today, in a malicious move, Kolkata Police staged an apparent distraction, to prevent the RG Kar rape and murder accused from being heard by the media. It is obvious that he holds critical information, which the Mamata Banerjee administration doesn’t want to come out.
Earlier,… pic.twitter.com/GoOBn6gF3f
— Amit Malviya (@amitmalviya) November 18, 2024
অন্য খবর দেখুন