কলকাতা: মেয়েদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন উঠছে বারবার। রাস্তাঘাট, বাসেট্রামে, কর্মক্ষেত্রে-বাড়িতে প্রতিনিয়ত নিগ্রহের শিকার হতে হয় মহিলাদের। তারপরও বারবার প্রশ্নে মুখে পড়তে হয় সেই মেয়েদের। এর মধ্যই গত ৯ অগস্ট শহরের বুকে আরজি কর হাসপাতলে (RG Kar Hospital Case) ঘটে গেল এক ন্যক্কারজনক পাশবিক ঘটনা। উঠছে শহরে মহিলাদের নিরপত্তার প্রশ্ন। সেই ঘটনাকে কেন্দ্র করেই এখন উত্তাল গোটা দেশ, রাজ্য। প্রতিবাদে গর্জে উঠে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। সব অভয়ার বিচার চেয়ে আরজি কর অভিযান করছে টলিউড (Bengali Film Industry RG Kar Protest)। রবিবার ১৮ অগস্ট আরজি কর হাসপাতাল অভিযানের ডাক দিয়ে পথে নামছে টলিউড।
এদিন টলিউডের সমস্ত কলাকুশলীরা একটি ছবি শেয়ার করেন নিজ নিজ ওয়ালে। সেই পোস্টারে লেখা ছিল, ‘সব অভয়ার বিচার চাই, (Bengali Film Industry Justice For All Abhaya) অর্জীবকর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার। শনিবার সিনেইন্ডাস্ট্রির তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, আরজি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার। রবিবার বিকেল ৪টে নাগাদ টলিউড শিল্পীরা টেকনিশিয়ান স্টুডিওতে হাজির হয়ে, সেখান থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত প্রতিবাদী অভিযান করবেন।
আরও পড়ুন: ‘শাঁখ বাজিয়ে ট্রোলড ঋতুপর্ণা
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, স্বস্তিকা মুখোপাধ্যায়, লোকনাথ দে, ইমন চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকী, সাবর্ণি দাস, অমৃতা চট্টোপাধ্যায়, অদিতি রায়-সহ সিনে ইন্ডাস্ট্রির আরও অনেকেই এই পোস্ট শেয়ার করেছেন। রাজ চক্রবর্তীও থাকবেন সব অভয়ার বিচার চেয়ে। সূত্রের খবর, শনিবার এই কর্মসূচীতে অংশ নেবেন নাট্যজগতের ব্যক্তিত্বরাও। গিরিশ মঞ্চ থেকে আরজি কর পর্যন্ত যাবেন তাঁরা। কথা বলবেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। পোস্টারের শেষে লেখা হয়েছে, ‘প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মী বন্ধুদের আসতে অনুরোধ করছি।’ প্রসঙ্গত, শুক্রবার সেন্ট জেভিয়ার্স-এর পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদী মিছিলে হেঁটেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীলরা।
অন্য খবর দেখুন