কলকাতা: আরজি কর মামলার (RG Kar Incident) পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর। দেশের তাকিয়ে আরজি কর মামলার দিকে। ২৭ সেপ্টেম্বর সেই শুনানি হবে কি না তা নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে আর্জি জানানো হয়েছে ২৭ সেপ্টেম্বর না করে অন্য কোনও দিন করার জন্য। এখানেই সংশয়টা তৈরি হয়েছে। তবে কি শুনানি পিছিয়ে যাবে?
আরও পড়ুন: ৪৩ দিন পর শনিবার সকালে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা
সূত্রের খবর, রাজ্যের তরফে আর্জি জানানো হয় যে ২৭ বদলে ৩০ তারিখ বা কোনও দিন ওই সপ্তাহে রাখা হয় এই মামলার শুনানি। বেঞ্চ জানায়, অন্যান্য পার্টির অনুমতি না নেওয়ায় এ নিয়ে কিছু বলছি না। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই আবেদন সংক্রান্ত বিষয়টির শুনানি হতে পারে। সোমবার আদালতে সব পক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই দিন সব পক্ষের মতামত শুনেই তবে সিদ্ধান্ত নেবে এই মামলার শুনানি পিছবে কি না।
অন্য খবর দেখুন