কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হচ্ছে আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার বিচার। সোমবার থেকে সুপ্রিম কোর্টের তদারকিতে শিয়ালদহ আদালতে এই মামলার শুনানি শুরু হচ্ছে। ৮৭ দিন আগে এই মামলার তদন্তভার গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত ৮ আগস্ট গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার প্রাথমিক তদন্ত কলকাতা পুলিশ করলেও, নির্যাতিতার পরিবারের দাবি ও বিভিন্ন সংগঠনের চাপে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। প্রথমে সিবিআইয়ের চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই চিহ্নিত করা হয়। তবে নির্যাতিতার পরিবার এবং আরজি কর মেডিক্যাল কলেজের অনেক জুনিয়র ডাক্তার দাবি করেন, একাধিক ব্যক্তি এই অপরাধের সাথে জড়িত থাকতে পারেন। যদিও এখনও পর্যন্ত সেই দাবির সমর্থনে কোনও প্রমাণ সিবিআই বা পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসেনি।
আরও পড়ুন: সিবিআইয়ের ‘অস্ত্র’ প্রস্তুত, সোমবার থেকে আরজি কর কাণ্ডের বিচার শুরু
উল্লেখ্য, গত সোমবার শিয়ালদহ আদালতে চার্জ গঠনের দিন, অভিযুক্ত সঞ্জয় রায় আদালতে দাবি করেন যে, তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর এই মন্তব্য ঘিরে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে আজ থেকে শুরু হওয়া শুনানির সময় সঞ্জয় কী বলবেন, সেই নিয়ে নানা মহলে কৌতূহল দেখা দিয়েছে। আদালতে তিনি নতুন কোনও তথ্য প্রকাশ করবেন কি না, বা তাঁর মন্তব্য মামলার মোড় ঘোরাতে পারে কি না, এই বিষয়ে সবার নজর শিয়ালদহ আদালতের দিকে। নির্যাতিতার পরিবার, বিভিন্ন ছাত্র সংগঠন, আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষ চাইছেন, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
দেখুন আরও খবর: