নয়াদিল্লি : আজ সুপ্রিম কোর্টে (suprme court) আরজি কর (RG Kar) মামলার শুনানি হওয়ার কথা। চাঞ্চল্যকর এই মামলাটির দিকে তাকিয়ে গোটা দেশ। মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। এর পর বুধবার সেই শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি।
আজও শুনানির দিন ধার্য আছে, তবে সময় নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। এদিন সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
মঙ্গলবার একাধিক মামলার শুনানি করতে গিয়ে আরজি কর মামলার শুনানি সম্ভব হয়ে ওঠেনি। দুপুরে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রধান বিচারপতির তাই শুনানি হয়নি। বুধবার শুনানি হবে বলে জানানো হয়। পরে জানানো হয়, শুনানি হবে বিকেল ৩টে নাগাদ। কিন্তু সেই বিকেলেও শুনানি হয়নি। শীর্ষ আদালতে শুনানির তালিকায় আরজি কর মামলা ৩৪ নাম্বারে। এইভাবে টানা দুবার পিছিয়ে যায় মামলার শুনানি।
আরও পড়ুন:উপনির্বাচন, বাংলায় ৫-১? না, ৬-০ ও হতে পারে
বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা।তবে শুনানির সময় নিয়ে আইনজীবীদের মধ্যে একাধিক মতভেদ থাকায় তা সময় নির্দিষ্ট করা যায়নি। শুনানির সময় নিয়ে ধোঁয়াশা। প্রথমে দুপুর ২টো নাগাদ সময় ধার্ষ হয়েছিল, কিন্তু পরে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেছিলেন, আগামী সপ্তাহে এই শুনানি হলে ভালো হয়। পরে আইনজীবী সিব্বল জানান, আজ সকাল ১০টায় শুনানি হলে ভালো। শুনানির সময় নিয়ে আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।
বার বার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন, জুনিয়র চিকিৎসকেরা। এদিকে ক্ষোভ উগরে দিয়েছেন অভয়ার মা-বাবা। নির্যাতিতার বাবা বলেন, খুব কষ্ট হচ্ছে। আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। সকালবেলা মামলাটি শোনার কথা ছিল, কি করে ৩৪ নাম্বারে চলে গেল বুঝতে পারছি না। খুব হতাশ লাগছে। তিনমাস কেটে গেলেও আমরা সঠিক বিচার পেলাম না। সিবিআই বলছে এখনও অনেক কাজ বাকি।
পাশাপাশি নির্যাতিতা মা ক্ষুব্ধ হয়ে জানিয়েছেন, আমার মেয়ের মৃত্যু নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। সব হারিয়েছি আমরা। মেয়েটা এত কষ্ট করে যা অর্জন করেছিল সব শেষ হয়ে গেছে। আমরা খুব আশাহত হয়েছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপরে।
উল্লেখ্য, ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ডিওয়াই চন্দ্রচূড়। তাই আরজি কর মামলার দ্রুত নিষ্পত্তি হোক সেটাই চাইছে গোটা দেশ।
দেখুন অন্য খবর: